অনলাইন ডেস্ক
বুধবার দৈনিক মানবকণ্ঠে কর্মরত সাংবাদিকদের বেতনভাতা ও অধিকার বঞ্চিতদের দাবি আদায়ের আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র পক্ষ থেকে সভাপতি নাসিমা সোমা, সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন, মানবকন্ঠ কর্তৃপক্ষ যে ন্যাক্কারজনক কাজটি করেছে তা সাংবাদিকরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কুদ্দুস আফ্রাদের মত একজন সাংবাদিক নেতাকে ডেকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন আচরণ গোটা গণমাধ্যমের জন্য যেন অশনিসংকেত। সারাদেশের সাংবাদিকরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার আশা করছে।
উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় ক্ষিলক্ষেত বরুয়ায় পত্রিকা কার্যালয়ে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং মানবকন্ঠের কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ডাকেন মানবকন্ঠ সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ। সেখানে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদও অংশ নেন। একপর্যায়ে মালিকপক্ষের নজরুল ইসলাম ভুইয়া কুদ্দুস আফ্রাদকে রুমে ডেকে নিয়ে এ ঘটনা ঘটান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা