অক্টোবর মাস ‘স্তন ক্যান্সার সচেতনতার মাস’। এ উপলক্ষে শুক্রবার ( ২৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এ বিষয়ে সদস্য ও পরিবারের জন্য ক্যান্সার বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারী সদস্য ও সদস্যদের পরিবারের (নারী) জন্য প্রাথমিক পরীক্ষারও (স্ক্রিনিং) ব্যবস্থা থাকছে।
হেল্থ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান । এছাড়াও জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে নারী চিকিৎসকসহ একটি টিম ক্যান্সার বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসার উত্তর ও স্ক্রিনিং-এ অংশ নিবেন।
ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা (নারী) ফ্রি বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।
সারা বিশ্বের মত বাংলাদেশেও নারীদের মধ্যে স্তন ক্যান্সারের অবস্থান শীর্ষে। প্রতিবছর সাড়ে ১২ হাজারের বেশি নারী আক্রান্ত হন এই ক্যান্সারে, যার অর্ধেকের বেশি সংখ্যক নারী এই রোগে মারা যান।
মূলতঃ দেরীতে ধরা পড়া, সঠিক ও পুরো চিকিৎসা না নেওয়া বা সুযোগ না থাকা, চিকিৎসা-পরবর্তী ফলোআপ না হওয়া, এর কারণ।
ডিআরইউ এর কল্যাণ সম্পাদক কাওসার আজম ক্যান্সার সচতেনতা মূলক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।