জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মঙ্গলবার ( ৫ জানুয়ারি) এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনৈতিক সামাজিক আন্দোলনের নেতা, বিএমএ’র সাবেক সভাপতি ডা. সারওয়ার আলীর প্রাণনাশের জন্য চোরাগুপ্তা হামলার তীব্র নিন্দা জানান।
তারা হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
তারা বলেন, ডা. সারওয়ার আলীর উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা না। মুক্তবুদ্ধি, যুক্তি, জ্ঞান, বিজ্ঞান, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, বাঙালিয়ানা চর্চার সাথে যুক্ত মুক্তমনা উদার মানুষদের উপর মৌলবাদী-জঙ্গিবাদীরা যে চোরাগুপ্তা হামলা করেছে ঐ অপশক্তিই ডা. সারওয়ার আলীর উপর হামলা করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা