ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, উন্নত চিকিৎসার জন্য নুরকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি হাসপাতালের নাম প্রকাশ করতে চাননি।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, অবস্থার উন্নতি হওয়ায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশে নুরকে ছাড়পত্র দেয়া হয়েছে, সোমবার রাতে তাকে (নুর) ছাড়পত্র দেয়া হয়েছে এবং মঙ্গলবার সকালে সে হাসপাতাল ছেড়ে চলে গেছে।
আরো চিকিৎসার প্রয়োজন হলে নুরের জন্য হাসপাতালের দরজা সবসময়ই খোলা, যোগ করেন তিনি।
গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। এতে নুরসহ কমপক্ষে ২৮ জন আহত হন। বাংলাদেশ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ ওঠে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা