অনলাইন ডেস্ক
২০২১ সালে ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় বাজারে লেনদেনের ক্ষেত্রে পাকিস্তানি রুপি ও ডলারের লেনদেন নিষিদ্ধ করার ঘোষণা দেয় কাবুল প্রশাসন। এ ছাড়া দেশের বাইরে ডলার নিয়ে যাওয়া এবং বৈদেশিক অনলাইন বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। কাবুল সরকারের এসব পদক্ষেপের ফলে ক্রমেই বাড়তে থাকে আফগানির মান। এতে অবদান রেখেছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাবুলে ক্রমবর্ধমান বাণিজ্যের পরিস্থিতিও।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের বিপরীতে ২০২৩ সালের শেষ নাগাদ আফগানির মান ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মুদ্রা মানের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে আফগানি। আফগানিস্তানের মুদ্রার আগে মাত্র আর দুটি মুদ্রা রয়েছে—একটি কলোম্বিয়ান পেসো এবং অন্যটি শ্রীলঙ্কান রুপি।
আফগানিস্তানে দিন দিন মুদ্রার মান শক্তিশালী হলেও অন্যসব সামাজিক সমস্যা প্রকটভাবে রয়ে গেছে। দেশটির বেকারত্বের হার এখনো ঊর্ধ্বমুখী। ওয়াশিংটনের নিউ লাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ কামরান বোখারি বলেন, ‘মুদ্রার কঠোর নিয়ন্ত্রণ কাজে দিয়েছে। তবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এটি বেশি দিন টিকবে না। এ কারণে পরে আরও সংকটে পড়তে হবে দেশটিকে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা