অনলাইন ডেস্ক
দেশের উত্তর জনপদে শীতের তীব্রতা যেন হার মেনেছে নির্বাচনী উত্তাপের কাছে। সংসদ নির্বাচনে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ঠাকুরগাঁও জেলার শহর গ্রাম।
ঠাকুরগাঁও-১ সদর আসনে লড়ছেন ৪ জন প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই আসনের বর্তমান সাংসদ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর মধ্যে। মন পেতে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা।
বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন। বর্তমান সাংসদ দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন এবার নৌকা পেয়েছেন। তবে তার শক্ত প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল। এই আসনে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, বাংলাদেশ কংগ্রেসের রিম্পা আক্তার এবং আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদেরও প্রচারণার মাঠে সরব।
পীরগঞ্জ ও রানীশংকৈল উপজলের অংশ বিশেষ নিয়ে ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে লড়ছেন ৪ জন প্রার্থী। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করেছে। জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের সাথে ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায়ের মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এছাড়া, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশা মনি ও বিকল্পধারা বাংলাদেশের এসএম খলিলুর রহমানও আছেন প্রতিদ্বন্দ্বিতায়।
নির্বাচন সুষ্ঠু ও অবধ করতে মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার ১১লক্ষ ৪৫ হাজার ৬০৪ জন।
Kaniz/satfblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা