ট্রেনের ছাদে ভ্রমণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রেলওয়ে। যদিও আগেও ছাদে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃত ছিল।
তবে এবার কঠোর হচ্ছে রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রীর নির্দেশে এ কঠোরতার দিকে এগোচ্ছে রেলওয়ে। ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধের জন্য গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। ১ সেপ্টেম্বর থেকে টাস্কফোর্সের অভিযান শুরু হবে।
এদিকে এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যে কোন মুহূর্তে দুর্ঘটনা সংঘটিত হয়ে ভ্রমণকারীর মৃত্যু হতে পারে। ছাদে ভ্রমণের কারণে ট্রেন বিলম্বিত হয়ে স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় এবং সরকারি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। ছাদে ভ্রমণকারী ও ভ্রমণে উৎসাহ সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী।’
বিজ্ঞপ্তিতে যাত্রীদের ছাদে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নং ধারা উল্লেখ করে শাস্তির কথাও বলা হয়েছে।
রেলওয়ে আইনের ১২৯ নং ধারা অনুযায়ী, ‘যদি কোন ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কাজের দ্বারা অথবা অবহেলা করে কোন যাত্রীর জীবন বিপন্ন করে। তবে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।’
রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ট্রেনের ছাদে ভ্রমণে এখন আর ছাড় দেয়া হবে না। এজন্য রেলওয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে। রেলমন্ত্রী চীন সফরে যাওয়ার আগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর রেলওয়ে পৃথক বৈঠকে টাস্কফোর্সে গঠন করে।
NB:This post is copied from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা