অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করে রাখছে কারণ করোনা ভাইরাস এর বিস্তার সম্পর্কে তারা ভুল তথ্য দিয়েছে । ট্রাম্প এবং তাঁর প্রশাসনের সদস্যরা ঐ আন্তর্জাতিক সংস্থাকে অভিযুক্ত করছে যে তারা চীনের প্রতি পক্ষপাতিত্ব করেছে। চীনেই সবার আগে করোনাভাইরাসের খবর পাওয়া যায়।
গতকাল হোয়াইট হাউজে করোনাভাইরাস টাস্ক ফোর্সের ব্রিফিং এর সময়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যা দেবার কথা ছিল , তা তারা দিতে পারেনি। আমরা সংস্থাটিকে অর্থায়ন করার ব্যাপারে পুণর্মূল্যায়ন করে দেখছি।
ট্রাম্প বলেছেন যে তাঁর সরকার ভবিষ্যতে ঐ সংস্থাকে অর্থায়নের আগে তাদের সম্পর্কে ভাল ভাবে বুঝে দেখবে। যুক্তরাষ্ট্র প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোটি কোটি ডলার দিয়ে থাকে।
এই নিয়ে পর পর দ্বিতীয় দিন প্রেসিডেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আক্রমণ করলেন এবং যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার ব্যাপারে হুমকি দিলেন। যুক্তরাষ্ট্রই হচ্ছে , জাতিসংঘের এই বিশেষ সংস্থাটির সব চেয়ে বড় দাতাদেশ।
জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রাম্পের হুমকির পাল্টা যুক্তি দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস বলেন যে এটা তো সম্ভবই যে একই তথ্যকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে বুঝতে পারে। আমরা যখন চূড়ান্ত ভাবে এই মহামারি থেকে বেরিয়ে আসবো , তখন আমরা নিশ্চয়ই সময় পাবো , সম্পুর্ণ ভাবে বোঝার যে এ রকম একটি ব্যাধি কি ভাবে আসলো , কি ভাবে বিশ্বব্যাপী ধ্বংসলীলা চালালো এবং এবং কি ভাবেই বা সংশ্লিষ্টরা এই সংকটে তাঁদের প্রতিক্রিয়া দেখালেন।
বুধবার দেয়া এক বিবৃতিতে আন্তোনিও বলেন যে এ থেকে পাওয়া শিক্ষা পরবর্তীতে আমাদের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি হয়ে পড়বে তবে এখন সেই সময় নয়। এখন ঐক্যের সময় , এই জীবাণুর দৌরাত্ম এবং এর ধ্বংসাত্মক প্রতিক্রিয়া বন্ধ করার জন্য সংহত ভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার সময়।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা