অনলাইন ডেস্ক
টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যাপ নিষিদ্ধ করতে চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশে সই করেছেন, তা টিকটিকের কমিউনিটির অধিকার খর্ব করেছে। তারা বলছে, কোনও প্রমাণ এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
টিকটক অ্যাপ ব্যবহারকারীরা মিউজিকের সঙ্গে ছোট ভিডিও তৈরি করেন। পরে তা শেয়ার করতে পারেন। সাম্প্রতিক মাসগুলোতে এটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু যুক্তরাষ্ট্রেই অ্যাপটির ৬৫ থেকে ৮০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে বলে জানা গেছে।
টিকটক জানিয়েছে, এখন ব্যবস্থা নেয়ার সময়। আমরা সরকারের বিরুদ্ধে মামলা করাকে হালকাভাবে নিচ্ছি না। তবে আমাদের এবং আমাদের কমিউনিটি এবং কর্মীদের অধিকার রক্ষায় পদক্ষেপ নেয়া ছাড়া আমাদের কাছে আর কোনও অপশন নেই।
চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প অভিযোগ করে বলেছিলেন, টিকটক আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা এটা বন্ধ করে দেয়ার উদ্যোগ নিচ্ছি। এর আগে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে চিন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা