উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির বিরুদ্ধে একটি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উগান্ডান শিক্ষার্থী হিলারি সেগুয়া। প্রেসিডেন্ট মুসেভেনি ট্যুইটারে সেগুয়াকে ব্লক করায় মামলাটি করা হয়েছে। এই মামলায় দুই সরকারি কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর সিএনএন’র।
হিলারি সেগুয়া জানান, উগান্ডার প্রেসিডেন্ট ট্যুইটারে তাকে ব্লক করায় দেশটি সম্পর্কে জানার অধিকার লঙ্ঘিত হয়েছে। তাকে ব্লক করায় তিনি ট্যুইটারের বিষয়ে সরকারের নীতিগুলো এই দুই কর্মকর্তাকে জানাতে পারেননি। তিনি বলেন, প্রেসিডেন্টের ট্যুইটে উগান্ডা সম্পর্কিত তথ্য ছিল। আমাকে ব্লক করায় আমি এই তথ্য জানতে পারিনি।
তিনি আরও বলেন, উগান্ডা সম্পর্কে জানা আমার একটি গুরুত্বপূর্ণ অধিকার। প্রেসিডেন্ট মুসেভেনি ট্যুইটারে আমাকে ব্লক করে তিনি আমার বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছেন। প্রেসিডেন্টকে অবশ্যই ট্যুইটারে আমাকে আনব্লক করতে হবে।
NB:This post is copied from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা