অনলাইন ডেস্ক
বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটভক্তরা যখন তাকে অভিনন্দন জানাচ্ছেন তখনই সবাইকে বিস্মিত করে দেওয়ার মতো এক গুঞ্জন ভেসে এলে সুদূর জিম্বাবুয়ে থেকে। জাতীয় দলের এই অভিজ্ঞ অল-রাউন্ডার নাকি অবসর নিচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র।
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, রিয়াদ ড্রেসিংরুমে সহযোগী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বলেছেন অবসরে যাওয়ার ইচ্ছের কথা। তবে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এই বিষয়ে হারারেতে অবস্থানরত টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি, রাবিদ ইমাম আর নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি।
এদিকে মাহমুদউল্লাহকে নিয়ে এ রকম সংবাদে বিভ্রান্ত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিষয়টি কি সত্যি নাকি শুধুই গুঞ্জন?
জবাবে বিসিবি সভাপতি জানিয়েছেন, তিনি হতবাক হয়েছেন। এমন খবর তার কাছে অস্বাভাবিক লেগেছে। কারণ মাহমুদউল্লাহ তার কাছে নাকি টেস্ট খেলতে চান বলে লিখিতভাবে জানিয়েছেন।
এক গণমাধ্যমকে নাজমুল হাসান বলেছেন,‘আমাকে অফিশিয়ালি কেউ কিছু বলেননি। তবে একজন ফোন করে জানিয়েছে, এই টেস্টের পর আর মাহমুদউল্লাহ টেস্ট খেলতে চায় না। ড্রেসিংরুমে নাকি সবাইকে সে এটা বলেছে। কিন্তু আমার কাছে এটা খুবই অস্বাভাবিক লেগেছে। খেলা তো এখনো শেষ হয়নি! আর জিম্বাবুয়ে যাওয়ার চার–পাঁচ দিন আগে অন্যান্য সবার মতো মাহমুদউল্লাহও আমাকে লিখিত দিয়ে গেছে যে, টেস্ট ফরম্যাটে সে খেলতে চায়। সে তিন ফরম্যাটেই খেলতে চায়। পুরোপুরি কনফার্ম হতে আমি তাকে আমার বাসায় দুবার ডেকে জিজ্ঞেস করেছি। সেখানেও সে আমাকে নিশ্চিত করেছে সে টেস্ট খেলতে চায়। প্রয়োজনে বলও করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সে। তাইতো তাকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে। এখন সে কীভাবে অবসরের কথা বলেছে? এটা আমার বুঝে আসছে না।’
২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। তবে শেষ কয়েক বছরে এই ফরম্যাটে নিয়মিত নন তিনি। হারারে টেস্টের আগে সর্বশেষ সাদা পোশাকে ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। জিম্বাবুয়ের বিপক্ষেও শুরুতে দলে ছিলেন না। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ভোটে ভাগ্য সুপ্রসন্ন হয় তার। এবার আলোচনায় মাহমুদউল্লাহর অবসরের খবর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা