অষ্টম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশীপে পথচলা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল।
ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে ভারতের বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করে বাংলাদেশ।
প্রথমবারের মত শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে মোট ৯টি দল অংশ নিচ্ছে।
ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশীপে পথ চলা শুরু করেছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। বাকী ছিলো বাংলাদেশ ও পাকিস্তান।
বাংলাদেশকে সমীহ করছেন কোহলি
গতকাল টেস্ট চ্যাম্পিয়নশীপে পা রাখলো বাংলাদেশ। আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপে যাত্রা শুরু করবে পাকিস্তান।
ইতোমধ্যে ৫ ম্যাচে অংশ নিয়ে সবক’টিতে জিতে ২৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ২ ম্যাচে ১টি করে জয়-হারে ৬০ পয়েন্ট পরের দু’টিস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড-শ্রীলংকা।
৫ ম্যাচে ২টি করে জয়-হার ও ১টি করে ড্র’তে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম-ষষ্ঠস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
২ ম্যাচে অংশ নিয়ে ২টিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ খেলে সবক’টিতে হার রয়েছে দক্ষিণ আফ্রিকারও।
তাই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এখনও কোন পয়েন্টই অর্জন করতে পারেনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা