টেস্টের নেতৃত্বে মুমিনুল হক, টি টুয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ
সাকিব আল হাসানকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করায় তিনি আর ভারত সফরের টেস্ট এবং টি টুয়েন্টিটে বাংলাদেশের ক্যাপ্টেন থাকছেন না। তার পরিবর্তে টেস্টের নেতৃত্বে দেবেন মুমিনুল হক। টি টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার টেস্ট দলের নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রথমবারের মত ডাক পেয়েছেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ ও সাইফ হাসান। ফিরেছেন ইমরুল কায়েস ও আল আমিন। সাকিবকে আইসিসি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত আসার এক ঘণ্টা পরই দল ঘোষণার জন্য মিডিয়ার সামনে আসেন বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন। প্রথমেই অধিনায়কদের নাম ঘোষণা করেন আকরাম খান। এরপর টি-টোয়েন্টি ও টেস্টে সাকিবের পরিবর্তে কে এবং টেস্ট দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা