তাসকিনা ইয়াসমিন: বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারনা/গুজব মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ মার্চ উপসচিব নাসরিন পারভিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ২৪ তারিখে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রান্ত প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলসমূহে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে অপপ্রচার কিম্বা গুজব প্রচার করা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য নিম্নলিখিত কর্মকর্তাগণকে দায়িত্ব প্রদান করা হলো। এতে মোট ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। সাংবাদিক নেতা বলছেন, এই কমিটি যৌক্তিক।
উপসচিব রুজিনা সুলতানা যমুনা টিভি এবং দীপ্ত টিভি, উপসচিব মো. নুরে আলম সিদ্দকী এটিএন বাংলা ও চ্যানেল আই, উপসচিব মো. আব্দুর রাজ্জাক ইটিভি এবং এনটিভি, উপসচিব শাহানারা বেগম বাংলা ভিশন এবং দেশটিভি, উপসচিব নাসরিন পারভীন মাইটিভি এবং এনটিভি, এ বি. এম. মাহবুব হোসেন মোহনা এবং বিজয় টিভি, উপসচিব মো. কাউসার আহমদ সময় টিভি এবং ইনডিপেনডেন্ট টিভি, উপসচিব মো. সাইফুল ইসলাম মাছরাঙা এবং চ্যানেল নাইন, উপসচিব মো. আখতারুজ্জামান চ্যানেল ২৪ এবং গাজী টিভি, সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী নাগরিক টিভি এবং আনন্দ টিভি, সহকারি সচিব মো. মনিরুল ইসলাম গানবাংলা টিভি এবং এসএ টিভি, সহকারি সচিব মো. মোতালেব হোসাইন চ্যানেল ৭১ এবং এশিয়ান টিভি, সহকারী সচিব মো. আব্দুল্লাহ সিদ্দিক ডিবিসি নিউজ এবং নিউজ টুয়েন্টিফোর, সহকারী সচিব মো. ফিরোজ খান বাংল টিভি এবং দুরন্ত টিভি।
এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ বলেন, করোনা পরিস্থিতি বৈশ্বিক পরিস্থিতি। যেহেতু বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের সরকার প্রধান স্বাভাবিকভাবেই করোনা নিয়ে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি দেশে তৈরি হোক এটা সরকার প্রধান চাইবে না। তারা চাইবে করোনা আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠে। করোনা নিয়ে সচেতনতা তৈরি করার মধ্য দিয়ে জনগণের জন্য যতটুকু করা যায় সেটাই সরকার করবে। কিন্তু পাশাপাশি সরকার খেয়াল করবে করোনা পরিস্থিতিকে পুঁজি করে কোন অশুভ শক্তি যেন দেশে কোন বাজে পরিস্থিতি তৈরি করতে না পারে। অশুভ শক্তি সবসময় যখন দেশে কোন অঘটন করার চেষ্টা করে তখন জনগণের মধ্যে বিষয়টা ছড়িয়ে দেয়ার জন্য গণমাধ্যমকেই ব্যবহার করার চেষ্টা করে। গণমাধ্যম ভুল করে হোক বা অসচেতনভাবে হোক বা অশুভ শক্তির কাছ থেকে কোন প্রাপ্তিযোগ পাওয়ার মধ্যে দিয়ে বা যেকোনভাবেই হোক গণমাধ্যম এই অশুভ শক্তি দ্বারা কখনো কখনো ব্যবহৃত হয়ে থাকে।
তিনি বলেন, গণমাধ্যম বলতে আমরা ভুল টেলিভিশন চ্যানেলগুলোকে বুঝিনা। পাশাপাশি আমরা পত্রপত্রিকা, অনলাইন, প্রিন্ট মিডিয়াকেও বুঝি। কিন্ত সরকার সম্ভবত ধরে নিয়েছে এই পরিস্থিতিতে জনগণ যেহেতু ঘরের মধ্যে অবস্থান করছে । হকাররাও প্রাণভয়ে হয়ত পত্রিকা ঘরে ঘরে পৌছানোর দায়িত্ব পালন করবে না। ঘরে ঘরে যেভাবে পৌঁছাত সেভাবে হবে না। কিন্তু ঘরে বসে মানুষ এখন টিভি দেখবে। চ্যানেলই হবে গণমাধ্যমে মূলকেন্দ্র। চ্যানেলগুলোর মাধ্যমে জনগণ জানতে পারবে আপডেট কি হচ্ছে। সেহেতু আমার মনে হয় সরকার এই চ্যানেলগুলোর দিকে নজর রাখবে বেশি বেশি করে। যেন কোন টিভি চ্যানেলের মধ্যে দিয়ে কোন অশুভ শক্তি সরকারকে বিব্রত করার জন্য বা কোন বিব্রতকর পরিস্থিতি যেন তৈরি করতে না পারে। সেই দৃষ্টিকোণ হয়ত সরকার এটা গঠন করেছে। দৃষ্টিকোণটা যদি এটা হয় তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা মনে করি যে সরকার এই কাজটি সঠিক করেছে। তবে, কোন টেলিভিশন চ্যানেল গুজব ছড়িয়েছে এই ধরনের কোন যৌক্তিক প্রমাণ ছাড়াই যদি সরকারের পক্ষ থেকে বলা হয় এই বিষয়ে গুজব ছড়িয়েছে, আর আমরা যদি মনে করি এটা গুজব না । তাহলে সেটা হবে খুব দু:খজনক।
বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ বলেন, এই কমিটিটা গঠন করার মধ্য দিয়ে একদিকে চ্যানেলের কর্তৃপক্ষ সচেতন হবে যে আমরা এমন কোন খবর এমনভাবে পরিবেশন করব না যেটার মাধ্যমে জনগণ বা দেশ ক্ষতিগ্রস্থ হবে। আবার কমিটিরও আবার উচিত হবে না অযথাই কোন চ্যানেলকে বা গণমাধ্যমকে হয়রানি করা, যে তোমরা এই ধরণের খবর প্রচার করেছ যেটা ঠিক না। সেটা তাদেরকে বলতে হবে যুক্তি দিয়ে। অযৌক্তিকভাবে কোন বিষয়কে তুলে ধরে গণমাধ্যমকে চাপের মধ্যে রাখা এটাও ঠিক হবেনা। আমি একজন সাংবাদিক নেতা হিসেবে কমিটিকে বলব, আপনারা যদি সত্যি সত্যি কোন অভিযোগ আনেন কোন চ্যানেলের বিরুদ্ধে সেটা হতে হবে অবশ্যই যৌক্তিক। পাশাপাশি সরকারের এই কমিটি গঠন করাকে ইতিবাচকভাবে চ্যানেল মালিক বা কর্তৃপক্ষকে দেখতে হবে। জনগণের স্বার্থে দেশের স্বার্থে তাদের ভূমিকাটা পালন করা উচিত বলেই আমি মনে করি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা