অনলাইন ডেস্ক
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকেলে দারুণ প্রতিরোধ গড়ে তুলে জিম্বাবুয়ে। যেখানে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে।
৩৫৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। এদিন তাকুজওয়ানাশে কাইতানোর সঙ্গে দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়ের হয়ে প্রতিরোধ গড়েন ব্রেন্ডন টেলর। তাতে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।
অবশেষে টেলরকে সাজঘরে ফেরাতে পেরেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে ৯২ বলে ৮১ রান করে ফিরেছেন তিনি।
আরোও পড়তে পারেন : জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল