অনলাইন ডেস্ক
দেশের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। সম্প্রতি সেখানকার বেশ কিছু সীমান্ত চৌকি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে এপারে বাংলাদেশের টেকনাফে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
টেকনাফে মিয়ামারের সাথে বাংলাদেশের ৩০ কিলোমিটার সীমান্ত জুড়ে এখন ভীতিকর পরিস্থিতি। সম্প্রতি নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় নৌকাসহ কয়েকজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে তাদের ফেরত আনে বিজিবি। বুধবার সেন্টমার্টিন যাওয়ার পথে আবারও ট্রলার ও মাঝিসহ ৬ জনকে ধরে নিয়ে আরাকান আর্মি।
সংকট নিরসনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজারের নাগরিক সমাজের প্রতিনিধিরা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, পরিস্থিতি মোকাবেলায় মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা