অনলাইন ডেস্ক
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ফের সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার থেকে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে এক পল্লী চিকিৎসকসহ দুইজনকে তুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
গতকাল রবিবার (২১ই এপ্রিল) রাত ৯টা’র দিকে হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে এই ঘটনা ঘটেছে।
উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক জহির উদ্দিন ও অপর এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে সড়কে ব্যরিকেড দিয়ে তাদের বহন করা সিএনজি অটোরিকশা গতিরোধ করে অপহরণকারীরা।
সিএনজির চালক মো. ইলিয়াস জানিয়েছেন, পল্লী চিকিৎসক দুইজনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে চলে যায় ২০/২৫ জনের দুর্বৃত্তের দল। এসময় তাকেও মারধর করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, পরে তিনি সিএনজি সহ পালিয়ে হোয়াইক্যং বাজারে চলে আসেন।
বাহাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান জানিয়েছেন, কুদুমগুহা ও সোনালী ব্যাংক নামক জায়গার মাঝামাঝি স্থানে সিএনজি গতিরোধ করে দুই’জন মানুষকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি। উদ্ধার অভিযান চলছে। অপহৃত জহির উদ্দিনকে অক্ষত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার ভাই স্কুল শিক্ষক ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।