টি-২০ বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত আগস্টের আগে নয়,আইসিসি
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণে বড় একটা প্রভাব পড়েছে বিশ্বের ক্রীড়া জগতে। ফুটবল, ক্রিকেট, টেনিসের মতো বড় বড় সকল বৈশ্বিক ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করে দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) আইসিসি’র একটি বিশ্বস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, ‘করোনার বিষয়টি বেশ কষ্টদায়ক সারা বিশ্বের জন্য। সবার আগে মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। আগামী দুই মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী মে মাসে যদি আইসিসি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেয় আর এরপর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন কি হবে? সেজন্যই আইসিসি এই সিদ্ধান্তটি নিতে সময় নেবে। আগামী আগস্টের আগে ঘোষণা আসার কোনো সম্ভবনা নেই।’
সূত্রটি আরও বলেছে, ‘সব কিছুই এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী এগোবে। নির্ধারিত তারিখেই বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ায় আইসিসি’র লোকাল অর্গানাইজেশন কমিটি (এলওসি) অন্য সব ধরনের প্রস্তুতির কাজ পুরোদমে অব্যহত রাখবে।’
একজন আইসিসি মুথপাত্র বলেছেন, ‘এই অনিশ্চিত সময় আমাদের একমাত্র দায়িত্বই হলো ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও পুরো ক্রিকেট বিশ্বের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, আগামী কয়েক মাস তাদেরকে সকল কর্মকাণ্ডে নিরাপদে রাখা।’
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা