২০২০-র পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর।
আজ শুক্রবার (১ নভেম্বর) টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ট্রফি উন্মোচনের কয়েকটি ছবি শেয়ার করা হয়।
সেখানে বিশ্বকাপের ট্রফি হাতে দাড়িয়ে থাকতে দেখা যায় কারিনাকে। শুধু ট্রফি উন্মোচন নয়, গ্যালারিতে বসেও ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে বলিউডের এ তারকাকে।
এই দুই টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বলে মনে করেছেন করিনা কাপুর। বিভিন্ন দেশের যেসব মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নেবেন, তাঁদের সংস্পর্শে আসতে পেরে তিনি রোমাঞ্চিত বলেও জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ পর্যন্ত। পুরুষদের টি-টোয়েন্টি শুরু হবে ১৮ অক্টোবর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা