অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। যার ফলে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে টাইগারদের।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছে টাইগাররা। কদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। অবস্থানের পরিবর্তন না হলেও এমন জয়ের ফলে অস্ট্রেলিয়া সিরিজ শেষে ১২ রেটিং পয়েন্ট বেড়েছিল টাইগারদের।
যার ফলে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করে মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচ জয় পাওয়ায় ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। তাতে ২৩৮ রেটিং নিয়ে টাইগারদের অবস্থান এখন সাতে।
এ সিরিজটি বাংলাদেশের সামনে রয়েছে সর্বোচ্চ পাঁচে ওঠার সুযোগ। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোয় এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা ৫-০’তে হোয়াইটওয়াশ করার। আর তা করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়েও বড় লাফ দেবে বাংলাদেশ দল। পুরো সিরিজের সব ম্যাচ জিতলে পাঁচ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের পাঁচ নম্বরেই উঠে যাবে টাইগাররা।