অনলাইন ডেস্ক
১ লাখ ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে মেলবোর্ন স্টারস। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নামেন ম্যাক্সওয়েল ও জো ক্লার্ক। উদ্বোধনী জুটিতেই আসে ৯৭ রান। মাত্র ৭ ওভারে এই রান তোলে জুটিটি। ১৮ বলে ৩৫ রান করে জো ক্লার্ক আউট হলে ভাঙে এ জুটি। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩ রান করেই ফিরে যান নিক লারকিন। তবে চারে নেমে তাণ্ডব চালান মার্কাস স্টোয়নিস।
তৃতীয় উইকেটে মাত্র ৫৪ বলে ১৩২ রানের অপরাজিত জুটি গড়ে স্টোয়নিস-ম্যাক্সওয়েল। ইনিংস শেষে ২২টি চার ও ৪ ছক্কায় ৬৪ বলে ১৫৪ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। আর ৪টি চার ও ৬টি ছক্কায় ৩১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন স্টোয়নিস।
জবাবে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয় হোবার্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে বেন ম্যাকডারমটের ব্যাট থেকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা