অনলাইন ডেস্ক
গ্রুপের শীর্ষে থাকা দুই দল সুপার ১২ খেলার সুযোগ পাবে। সুপার ১২ পর্বে ইতিমধ্যেই আছে আটটি দল। প্রথম গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। এমনিতেই আইসিসির ইভেন্ট ছাড়া ভারত আর পাকিস্তানের দেখা হয় না। আসন্ন বিশ্বকাপে আবারও সেই স্বাদ পেতে যাচ্ছেন দর্শকরা। প্রথম পর্ব থেকে চারটি দল উঠে আসবে সুপার ১২ পর্বে।
গ্রুপ ‘এ’ র বিজয়ী এবং গ্রুপ ‘বি’ র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২-্এর প্রথম গ্রুপে। গ্রুপ ‘বি’ র বিজয়ী এবং গ্রুপ ‘এ’ র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে দ্বিতীয় গ্রুপে। আগামী অক্টোবর মাসে এই আসর শুরু হওয়ার কথা আছে। যার সূচি ঘোষিত হতে পারে আগামী সপ্তাহে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘ওমানকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আনতে পেরে আমরা খুশি। এটা তরুণদের অনুপ্রেরণা দেবে। আশা করি দারুণ একটা টুর্নামেন্ট হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা