অনলাইন ডেস্ক
টানা দুই সিরিজে ভারত দল থেকে বাদ পড়লেন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা আর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। যদিও ওয়ানডে দলে রাখা হয়েছে দু’জনকেই।
গতকাল রাতে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। সেখানে রোহিত ও কোহলি ছাড়াও নেই ওপেনার লোকেশ রাহুল।
এই তিনজনের কোনো ইনজুরি নেই। ধারণা করা হচ্ছে তরুণদেও নিয়েই সামনে এগুতে চাচ্ছে ভারত। শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা বললেও রোহিত ও রাহুলের ক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করা হয়নি। কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছেন, সিনিয়রদের ছাড়াই সামনের দিকে তাকাতে চাইছেন তারা।
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভারত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মো. শামী, মো. সিরাজ, উমরান মালিক।
টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাটি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭শে জানুয়ারি। টি-টোয়েন্টির আগে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ই জানুয়ারি।