অনলাইন ডেস্ক
বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে এ ইচ্ছার কথা জানান তামিম ইকবাল। ঐদিন রাতেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা চুক্তি করেছে বিসিবি। এর মধ্যে টি-টোয়ন্টি দলে স্থান পাওয়া ১৫ ক্রিকেটারের মধ্যে দেখা যায়নি তামিমের নাম। এছাড়াও কেন্দ্রীয় চুক্তির সকল ক্যাটাগরির মধ্যে নেই দুজন খেলোয়াড়। তারা হলেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও অফস্পিনার নাইম হাসান।
করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার কারণে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করার সুযোগ ছিল না বিসিবির। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, আগামী দুই আন্তর্জাতিক সিরিজ দেখে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা দেয়া হবে।
ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে আরও দুটি সিরিজ। তবুও সেই তালিকা দিতে পারেনি ক্রিকেট বোর্ড। অবশেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিন বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা তৈরি করেছে বিসিবি। যদিও সেই কেন্দ্রীয় চুক্তিতে কতজন আছে এবং কে কে আছে সেটার তালিকা এখনও প্রকাশ করেনি বোর্ড। তবে বোর্ড সভাপতি জানিয়েছেন, বর্তমান কেন্দ্রীয় চুক্তিটি মে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা