অনলাইন ডেস্ক
এবারের টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের জয়ের ক্যারাভ্যান ছুটে চলছে দুর্দান্ত গতিতে। গ্রুপ ও সুপার এইট পর্বে দুর্দান্ত খেলেছে টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। নক আউট পর্বেও সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি।
দারুণ ছন্দে থাকা ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারই আত্মবিশাসী। যদিও টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটে রানের ধারাবাহিকতা না থাকাটা কিছুটা অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিরাট কোহলির মতো রান মেশিন ব্যাটসম্যানও চিন্তিত বৈশ্বিক এই আসরে রান করতে না পেরে। তবে সেমিফাইনালের আগে নিজের হারানো ফর্ম ফিরে পেতে কাজ করেছেন বিরাট।
এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যানদের সেমিফাইনালে স্বাভাবিক ফর্মে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেভাবেই প্রস্তুতি সেরেছে ভারত।
ভারত ক্রিকেট দল অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই ম্যাচটিকে নিয়ে অতিরিক্ত ভাবনা-চিন্তা করতে চান না। আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে চাই। এটা সেমিফাইনাল ম্যাচ, হারলেই বিদায়। তবে এটা নিয়ে বেশি চিন্তাভাবনার সুযোগ নেই। ছেলেরা মানসিকভাবে খুব ভালো জায়গাতেই আছে।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও রয়েছে দুর্দান্ত ফর্মে। বিশেষ করে সুপার এইট পর্বে ইংল্যান্ড হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। ইংল্যান্ড দলে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার। আত্মবিশ্বাসী ইংলিশদের লক্ষ্য সুপার এইট পর্বের ধারাবাহিকতা নক আউট পর্বেও ধরে রাখা। সেভাবেই প্রস্তুতি নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও প্রতিপক্ষ হিসেবে ভারত সব সময় শক্তিশালী বলে মনে করেন অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ড ক্রিকেট দল কোচ ম্যাথু মট বলেন. ভারত খুব ভালো দল। ওদের ম্যাচ জেতানোর মতো সেরা খেলোয়াড় রয়েছে। তবে সেটি নিয়ে আমারা মোটেও চিন্তিত না। আমার ওদের বিপক্ষে চাপ-মুক্ত ক্রিকেটে খেলতে চাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা