অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমস জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিরাট কোহলি আর ভারতের প্রথম পছন্দ নন। তার জায়গায় তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণকে খেলানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে শীগগিরই কোহলির সঙ্গে বসবেন শীর্ষ কর্মকর্তারা।
সম্প্রতি দিল্লিতে এক সভায় বসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছেন তারা। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, সহ সভাপতি রাজিব শুক্লা ও কোষাধ্যক্ষ আশিস শেলারও সভায় উপস্থিত ছিলেন।
বিশ্বকাপের আগে ভারতের সূচিতে আছে মাত্র ছয়টি টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ও ঘরের মাঠ আফগানিস্তানের বিপক্ষে তিনটি। কোহলি, রোহিত ও বুমরাহ দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন। তার মানে, বিশ্বকাপের আগে সেরা সমন্বয় বাছতে ভারত পাচ্ছে শুধু তিনটি ম্যাচ।
অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে আর খেলেন না কোহলি, রোহিত। ওয়ানডে বিশ্বকাপে ১২৫-এর বেশি স্ট্রাইকরেটে ৫৯৭ রান করায় বিশ্বকাপে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থাকছে রোহিতের কাঁধেই। রোহিত ফিরলেও কোহলির বেলায় ভিন্ন চিন্তায় হাঁটছেন বিসিসিআই। টি-টোয়েন্টির তিন নম্বর পজিশনে তার জায়গায় তরুণ বাঁহাতি ইশানকে খেলাতে চাইছে দল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা