অনলাইন ডেস্ক
তাছাড়া এ আদেশ কার্যকর করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা লিখিতভাবে ১১ জুন আদালতকে জানাতে বলা হয়েছে।
বুধবার (৩ জুন ) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ‘ল অ্যান্ড লাই ‘ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লবের করা এক রিট আবেদনে এ নির্দেশ দেওয়া হয়। আজ আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন।
বাংলাদেশের প্রত্যেক উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে টিসিবি’র মাধ্যমে বিক্রির ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে গত ১৬ মে রিট আবেদন দাখিল করা হয়। এর আগে গত ৩০ এপ্রিল সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার পল্লব। কিন্তু সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়।
আদেশের পর ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব গণমাধ্যমকে জানান, ‘শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং কিছু কিছু পৌরসভা এলাকার মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি সীমাবদ্ধ রয়েছে। যে কারণে এর সুফল দেশের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ ভোগ করতে পারছে না। প্রান্তিক এই জনগোষ্ঠি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু কম দামে খাদ্য দ্রব্য কেনার অধিকার বাংলাদেশের শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকার মধ্যকার মানুষের নয়, বরং বাংলাদেশের যেকোনো প্রান্তে বসবাসকারী একজন সাধারণ মানুষের অধিকার রয়েছে। এ কারণে রিট আবেদন করা হয়েছে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা