অনলাইন ডেস্ক
বেলা ১১টার দিকে সাইমুম বলেন, ‘টিকিট পাব কি না বুঝতে পারছি না।’ কমলাপুর স্টেশনে শনিবার ইফতারের পর লাইনে দাঁড়ান রেজা; যাবেন দিনাজপুরে। তিনি কমলাপুর এলাকাতেই থাকেন।
রেজা বলেন, ‘আমার এখনও দুই ঘণ্টার বেশি সময় লাগবে টিকিট পেতে। কারণ যারা আমার আগে লাইনে দাঁড়িয়েছে, তারা কাল কেউ দুপুরে কেউ সকালে এসে অপেক্ষারত ছিল। এ কারণে আমি শনিবার ইফতারের পরে আসলেও এখন টিকিট পাব কি না, সেটা নিয়ে সংশয় দেখা আছে।’
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার ইফতারের পর আসেন কিশোর; যাবেন ঠাকুরগাঁয়ে। তিনি বলেন, ‘গতকাল টিকিটের জন্য আসি। তখন আমাদের কাছে সিরিয়াল নিয়েছে, কিন্তু তা দীর্ঘ ছিল। এখন টিকিট পাব কি না বুঝতে পারছি না।
‘টিকিট শেষ হয়ে গিয়েছে বলে শুনতে পাচ্ছি। আর অল্প কিছু টিকিট বাকি আছে বলেও কেউ কেউ জানাচ্ছেন।’ রাজধানীর শাহজাহানপুরে থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা জিয়ারুল ইসলাম বলেন, ‘টিকিট পাব কি না, এ বিষয়টি এখনও বুঝতে পারছি না। টিকিট হয়তো পাওয়া যাবে না।’ পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় শনিবার। ওই দিন দেয়া হয় ২৭ এপ্রিলের টিকিট।
২৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে রোববার। ২৯ এপ্রিলের টিকিট কেনা যাবে সোমবার। ৩০ এপ্রিলের টিকিট মিলবে মঙ্গলবার। আর ১ মে যারা ভ্রমণ করতে চান, তাদের ট্রেনের টিকিট পাওয়া যাবে ২৭ এপ্রিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা