অনলাইন ডেস্ক
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
এর আগে এই দুই আসামিকে আদালতে হাজির করে তাদের তিন দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে উত্তরা পূর্ব থানা পুলিশ। আদালতে অপু ও নাজমুলের পক্ষে জামিনের আবেদন করেন দুইজন আইনজীবী।
শুনানি শেষে জামিন ও রিমান্ড উভয় আবেদন নাকচ করে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
অপু নোয়াখালীর সোনাইমুড়ীর শহীদ ইসলামের ছেলে। শহীদ দক্ষিণখানের গোয়ালটেক এলাকায় থাকেন।
প্রসঙ্গত, গত রোববার রাতে অপু উত্তরা ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে আলাউল এভিনিউয়ে রাস্তা আটকে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। অপুর সঙ্গে বেশ কিছু তরুণ ছিলেন। এ সময় আলাউল এভিনিউ দিয়ে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মেহেদি হাসান রবিন। তার সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন। রবিন ওই রাস্তা দিয়ে অতিক্রম করার জন্য হর্ন বাজালে কর্ণপাত করেননি অপু ও তার বন্ধুরা। উল্টো ক্ষিপ্ত হয়ে অপু ও তার সহযোগীরা রবিনসহ তার বন্ধুদের মারধর করেন। এতে রবিনের মাথা ফেটে যায়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা করেন রবিনের বাবা। এরপরই অপু ও নাজমুলকে গ্রেফতার করা হয়। সেই মামলায় পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করেছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা