অনলাইন ডেস্ক
বর্ষসেরা হয়ে কিলিয়ান এমবাপ্পে বলেন, আমার জীবনের এই অধ্যায় শেষ হতে যাচ্ছে। ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল লিগ ওয়ান। এখন আমি জীবনের নতুন এক পর্ব শুরু করতে যাচ্ছি। সামনে যা আসছে, তা দারুণ রোমাঞ্চকর, কিন্তু সেটা অন্য ব্যাপার। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা ভালো ও খারাপ সব সময়ে আমার পাশে ছিল, আমাকে মোটিভেট করেছে।
মোনাকোর হয়ে ২০১৫ সালে লিগ ওয়ানে অভিষেক এমবাপ্পের। কাটিয়েছেন এক দশক। ২০১৮ সালে যোগ দেন পিএসজিতে। লিগ ও ফ্রেঞ্চ কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হন তিনি। খুব শিগগিরই সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা দেবেন এমবাপ্পে। পশ্চিমা গণমাধ্যমে এমনটা ই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। চলতি মৌসুমে লিগে ২৯ ম্যাচে ২৭ গোল করেন কিলিয়ান।
প্রসঙ্গত, বরাবরের মতোই এমবাপ্পেকে ধরে রাখতে এবারও অনেক চেষ্টা করেছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। তবে এবার নিজেই চুক্তির মেয়াদ আর বাড়াতে আগ্রহী হননি এই ফরাসি স্ট্রাইকার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা