গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এনিয়ে টানা দুই দিন দেশে কোনো করোনা আক্রান্ত শনাক্ত হয়নি।
রবিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ফলে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জনই রয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫ জন।
আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সব মিলিয়ে এক হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা শনিবার জানিয়েছিলেন, যারা সুস্থ হয়ে গেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত কেউ কেউ হাসপাতালে ছিলেন। তাদেরকে লক্ষণ-উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছিল।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা