অনলাইন ডেস্ক
কৃষি অফিসের পরীক্ষামূলক একটি প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ১২ জন কৃষক রঙিন ফুলকপি চাষ করে সফলতার মুখ দেখেছেন। তাদেরই একজন টাঙ্গাইল সদর উপজেলার নিয়োগী জোয়াইর গ্রামের কৃষক শহিদুল ইসলাম। যিনি রঙিন জাতের ফুলকপি চাষ করে কম সময়ে, কম খরচে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাকে দেখে এলাকার আরও অনেক কৃষক এই জাতের ফুলকপি চাষে আগ্রহী হয়েছেন।
এই কৃষক জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় বিনামূল্যে রঙিন ফুলকপির দুই হাজার চারা পান তিনি। মাত্র আড়াই মাসের মধ্যে ফসল বিক্রির উপযোগীও হয়েছে। এরই মধ্যে বিক্রি শুরু করেছেন। এতে লাভবান হয়েছেন কয়েকগুণ।
শহিদুল ইসলামের রঙিন ফুলকপির ক্ষেত দেখতে ভিড় করছেন স্থানীয় কৃষকরা। লাভ বেশি হওয়ায় আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
এদিকে, জেলার কৃষি কর্মকর্তারা জানালেন, জেলার ১২টি উপজেলার ১২জন কৃষককে বিমামূল্যে বীজ, সার ও আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। সব ধরনের সহযোগিতা করায় তাদের কাছ থেকে ভালো ফলাফলও পেয়েছেন তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা