অনলাইন ডেস্ক
দশ জন খেলোয়াড় নিয়েও দুর্দান্ত লড়াই করেছে প্যারাগুয়ে। দুইবার পিছিয়ে পড়েও তারা ম্যাচ নিয়ে গেছে টাইব্রেকার পর্যন্ত। নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র ছিল ম্যাচটি। তবে ভাগ্যের শিকে ছেড়েনি তাদের। গতবারের রানার্স আপদের কাছে টাইব্রেকারে হারতে হয় তাদের।
১১ মিনিটেই গোমেজের গোলে লিড নেয় প্যারাগুয়ে। তবে ১০ মিনিট পর এই গোমেজের আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে পেরু। ৪০ মিনিটে লাপাদুলার গোলে ম্যাচে প্রথম লিড নেয় তারা।
তবে প্রথমার্ধের শেষ দিকে গোমেজ ২য় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। এই সুযোগটি অবশ্য কাজে লাগাতে পারেনি পেরু। ৫৪ মিনিটে আলোনসোর গোলে ম্যাচে সমতা আনে প্যারাগুয়ে। ৮০ মিনিটে উতুনের গোলে ম্যাচে ২য় বারের মত লিড নেয় পেরু। তবে ৮৫ মিনিটে কারিল্লো ২য় হলুদ কার্ড দেখলে প্যারাগুয়ের সমান ১০ জনে পরিণত হয় পেরুও। যার সুযোগ নিয়ে আভালোসের গোলে ম্যাচের শেষ মিনিটে আবার ম্যাচে ফেরে তারা।
টাইব্রেকারে দুই দলেরই প্রথম দুই শটে গোল হয়। প্যারাগুয়ের তৃতীয় শট নিতে এসে উড়িয়ে মারেন মার্তিনেস। সান্তিয়াগো ওরমেনোর নেওয়া পেরুর তৃতীয় শট ঠেকান গোলরক্ষক আন্তোনি সিলভা। প্যারাগুয়ের চতুর্থ শটেও উড়িয়ে মারেন ব্রায়ান সামুদিও। তবে পেরুর চতুর্থ শট জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান রেনাতো তাপিয়া।
এরপর প্যারাগুয়ের পঞ্চম শটে বল জালে পাঠিয়ে লড়াই জিইয়ে রাখেন রবের্ত পিরিস। পেরুর ক্রিস্তিয়ান কুয়েভো লক্ষ্যভেদ করতে পারলে সেখানেই জয় নিশ্চিত হতো, কিন্তু তার শট রুখে দেন গোলরক্ষক সিলভা। দুটি শট ঠেকিয়ে নায়ক হতে পারতেন তিনি। কিন্তু সাডেন ডেথে হতাশ করেন তার সতীর্থ আলবের্তো এসপিনোলা। তাঁর শট ঠেকিয়ে ম্যাচ ঘুরে দেন পেরুর গোলরক্ষক। এরপর পেরুর মিগুয়েল ত্রাওকো লক্ষ্যবেধ করতে পারলে জয় নিশ্চিত হয় দলটির।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা