অনলাইন ডেস্ক
টাইগারদের প্রথম ইনিংস (৫৪১/৭ ডিক্লে.) থেকে লঙ্কানরা পিছিয়ে ২৯ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ওপেন করতে নামা এই ব্যাটসম্যান ৪১৯ বল মোকাবেলায় ২৫ বাউন্ডারিতে অপরাজিত আছেন ৩২৪ রানে। চোয়ালবদ্ধ ও দৃঢ়চেতা ব্যাটিংয়ে বাংলাদেশকে কড়া জবাব দিয়েছেন দিমুথ করুণারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। সাদা পোশাকে প্রতি আক্রমণে কীভাবে রান তুলতে হয় তা করে দেখিয়েছেন ভালোভাবে। লঙ্কান অধিনায়ক করুণাত্নে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ২৩৪ রানে। ধনাঞ্জয়া সপ্তম টেস্ট শতক হাঁকিয়ে অপরাজিত আছেন ১৫৪ রানে। চতুর্থ উইকেটে তাদের জমাট জুটিতে রান এসেছে ৩২২।
টেস্টের সারাদিনে উইকেট নিতে পারেনি এমন ঘটনা আগেও আছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৩ এবং ২০০৬ সালে এবং ভারতের বিপক্ষে ২০০৭ সালে ম্যাচে দিনে কোনো উইকেট নিতে পারেননি। সব মিলিয়ে এমন ঘটনা ঘটল চতুর্থবার। উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। তবুও রান করতে হলে মনোযোগ ধরে রাখতে হয়। বলের মেধা অনুযায়ী খেলতে হয়। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলে শট খেলার প্রবণতা বাড়ে। কিন্তু দুই শ্রীলঙ্কানের ব্যাটিংয়ে ছিল না নুন্যতম আগ্রাসনের ছাপ। তাদের দৃঢ় মনোবলে একটুও চিঢ় ধরাতে পারেনি বাংলাদেশের কেউ। আগের দিন আটোঁসাটোঁ বোলিং করলেও পারফরম্যান্সের সূচক আজ ছিল নিম্নমুখী।
ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত। অকল্পনীয় কিছু না হলে ড্র হতে চলছে ক্যান্ডি টেস্ট। দেখার বিষয়, রোববার করুণারত্নে ও ধনাঞ্জয়ার ব্যাট কোথায় গিয়ে থামে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা