দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মমিনুল হক।
বাংলাদেশ স্কোরবোর্ডে প্রথম রান যোগ করতে লেগেছে তিন ওভার। এরপরও টিকতে পারলেন না দুই ওপেনার ইমরুল কায়েস এবং সাদমান ইসলামও।
শেষ পর্যন্ত ৬ষ্ঠ ওভারে গিয়ে, দলীয় ১২ রানের মাথায় ব্যাটের কানায় লাগিয়ে থার্ড স্লিপে আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন ইমরুল কায়েস। বোলার ছিলেন উমেষ যাদব। ৬ রানে ফিরলেন ইমরুল।
টেস্টের শুরুতে ইডেনে ফ্যাব ফাইভ, শেষে গোলাপি আতসবাজি
পরের ওভারের শেষ বলে ফিরে গেলেন সাদমান ইসলামও। এবার ইশান্ত শর্মা হলেন উইকেট শিকারী। তার বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার হাতে জমা দিলেন সাদমান। তিনিও করেন ৬ রান।
এদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট একাদশে দলে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ টাইগার ইমরুল কায়েস।
অন্যদিকে তিন পেসার নিয়ে খেলছে ভারত। স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ভারতের ব্যাটিং লাইনআপও বেশ লম্বা।
বাংলাদেশ একাদশ মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
ভারত একাদশ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা