অনলাইন ডেস্ক
আসন্ন এটিপি টরেন্টো মাস্টার্স থেকে সরে দাঁড়িয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। পায়ের ইনজুরির কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর ফলে ইউএস ওপেনে এ তারকার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
নাদাল জানিয়েছেন, পায়ের চোটের অবস্থা এখনো স্বস্তিজনক অবস্থায় না আসায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তার দাবি, খেলাটাকে উপভোগ না করা গেলে মাঠে নেমে আসলে তেমন কোনো লাভ নেই।
এর আগে চোটের কারণে উইম্বলডনের পর অলিম্পিকস থেকেও সরে দাঁড়িয়েছিলেন নাদাল।
২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদালের ৩০ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনের কোর্টে নামা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
আরোও পড়তে পারেন : বিপিএল খেলার সুবিধা কাজে লাগাতে চান পাকিস্তানি ক্রিকেটাররা