অনলাইন ডেস্ক
নিয়মিত তীব্র যানজটের সড়কে পরিণত হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত অংশটি। যানজট শুরু হয় মূলত টঙ্গীর মিলগেইট এলাকা থেকে চেরাগ আলী মার্কেট পর্যন্ত, এই আড়াই কিলোমিটার সড়ককে কেন্দ্র করে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশে।
মহাসড়কটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে নির্মাণ হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট। কোথাও আবার নির্মিত হচ্ছে উড়ালপথ। আবার সড়কের পাশে ড্রেন তৈরির কাজও চলছে। রয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সব মিলিয়ে বেহাল দশা।
গাড়ী চলাচলের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এই সড়ক এখন চলাচলকারীদের কাছে দুর্ভোগ আর আতঙ্কের ।
রাজধানীর বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত শুক্রবার ছুটির দিনেও তৈরি হয় দীর্ঘ যানজট। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানালেন, গত কয়েকদিন যে পরিমান র্দুভোগ ছিলো তার চাইতে এখন কিছুটা কমেছে। রাস্তা সংস্কারের কাজ চলছে। পরে অনেকটাই স্বাভাবিক হবে চলাচল।
বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পটি শুরু হয় ২০১২ সালে। আর শেষ হওয়ার কথা ছিলো ২০১৬ সালে। কিন্তু ১০ বছরেও সে কাজ শেষ হয়নি। অপরিকল্পিতভাবে কাজ করায় যানজটের এই র্দুভোগ পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা