মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকার নকল এন্টিবায়েটিক, যৌন উত্তেজক, সরকারী হাসপাতালের বিনামূল্যে দেয়া ঔষধসহ ২জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাহবুব হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) উছেন মে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার বিসমিল্লাহ্ স্টোর নামের মুদি দোকান থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী নকল ঔষধ জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক মো: রিপন বেপারীকে ১ লক্ষ টাকা অর্থদন্ডে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। রিপন জেলে পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে । একই সময় পাশে থাকা রোজা ড্রাগ হাউজ নামের অপর একটি ফার্মেসীতে সরকারী হাসপাতালের বিপুল পরিমান ঔষধ পায় ভ্রাম্যমান আদালত। তাৎক্ষনিক ফার্মেসীর মালিক মো: ওমর সানীকে নগদ ৩০ হাজার টাকা অর্থদন্ডে জরিমানা করা হয়। দুইজনকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করার পর ছেড়ে দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ এই মুদি দোকানি রিপন দীর্ঘ ১০ বছর ধরে মুদি ব্যবসার আড়ালে নকল ঔষধের ব্যবসা চালিয়ে আসছিলো। তিনি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ঔষধ কিনে মজুদ করে উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে সর্বরাহ করতো। নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, মুদি দোকানির কোন ঔষধ বিক্রির লাইসেন্স নেই। তারা দোকান এবং বাসায় তল্লাসি চালিয়ে বিপুল পরিমান নকল ঔষধ, যৌন উত্তেজক ট্যাবলেট এবং ভারতীয় ঔষধ পাওয়া গেছে। এ জন্য মুদি দোকানিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং একটি ফার্মেসীতে সরকারী ঔষধ রাখার অপরাধে আরেকটি ফার্মেসীর দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। #
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা