অনলাইন ডেস্ক
শনিবার (২৭ মে) দুপুরে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ১ কোটি টাকা অনুদান দিয়েছে এফবিসিসিআই। এ সময় সংগঠনটির সভাপতি এ কথা বলেন।
মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনা হলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিৎ সামর্থ্যবানদের। ব্যবসায়ী নেতারা জানান, ৪৪ হাজার কারখানা পরিদর্শনের কাজ চলছে। এরইমধ্যে ৫ হাজার কারখানা পরিদর্শন করা হয়েছে। সমস্যা সমাধানের সময় পেয়েছেন উদ্যোক্তারা। এই সুযোগ কাজে লাগানো উচিৎ।
এদিকে, দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এ সময় বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। তা না হলে শুধু ব্যবসায়ীদের ওপর দায় চাপানো হবে।
অগ্নিকাণ্ড রোধে মার্কেটের কর্মচারীদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানানো হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা