অনলাইন ডেস্ক
স্প্যানিশ লিগে এবার চমক দেখাচ্ছে জিরুনা। রিয়াল সাথে ১ নম্বর পজিশন নিয়ে লড়াই চলছে তাদের। তবে গতকালের লড়াইয়ে জিতেছে রিয়ালই। লাস পালমাসকে হারিয়ে তারা উঠেছে শীর্ষে। তবে সহজে এই জয় পায়নি রিয়াল।
লাস পালমাসকে হারাতে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে তাদের। প্রথমার্ধে রিয়ালের সাথে সমানে সমান লড়াই করেছে সদ্য দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা দলটি। প্রথম হাফে তারা গোল না পেলেও রিয়ালকে গোল করার সুযোগ দেয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য রিয়াল সহজ সুযোগ পেয়ে হেলায় হারিয়েছে। তবে লাস পালমাস সে ভুল করেনি। ৫৩ মিনিটে সান্দ্রো রেমিরেজের বাড়ানো বল পেয়ে ডান পাশ দিয়ে রিয়ালের রক্ষণে ঢুকে চোখধাঁধানো শটে জালে জড়ান জাভি মুনজ।
৫ মিনিট পর দানি কারভাহাল লক্ষ্যভেদ করলেও সেই গোল বাতিল হয় অফসাইডের কাঁটায়। ৬৫ মিনিটে এডুয়ার্ড কামাভিঙ্গার লং থ্রো দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে পালমাসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। তবে শেষ হাসি হেসেছে রিয়ালই। ৮৪ মিনিটে টনি ক্রুসের উড়ে আসা বল হেড দিয়ে শুয়ামেনি পালমাসের জাল কাঁপান। তাতেই ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা