অনলাইন ডেস্ক
৪-১ এর লক্ষ্য নিয়ে আজ সোমবার অজিদের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটিং নৈপুণ্যের কারণে কিংবা বলা যায়—সাকিব আল হাসানের বিরল পারফরম্যান্সে চতুর্থ ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। ওই ম্যাচে আগে ব্যাট করে নয় উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এত অল্প লক্ষ্য তাড়া করতে নেমেও ১২তম ওভার শেষে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল অসিরা। কিন্তু, সাকিব আল হাসানের এক ওভারে পাঁচটি ছক্কায় ৩০ রান তুলে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিস্টিয়ান।
প্রথম তিন ম্যাচ টানা হারের পর চতুর্থ টি-টোয়েন্টিতে চলতি বাংলাদেশ সফরে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। অন্যদিকে, জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগারেরা। তবে, হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া হলেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করতে পারাটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশের হয়ে চার ম্যাচে সাত উইকেট তুলে নজর কাড়া পারফরমেন্স করেছেন তরুণ শরিফুল ইসলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই পেসার মনে করেন জাতীয় দলের সবাই নিজের ওপর বেশ আত্মবিশ্বাসী।
২০ বছর বয়সী শরিফুল বলেন, ‘আমাদের দলে এখন সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখতে চায়, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। এই জিনিসটা আসলে ভালো লাগে যে, কেউ কারো ওপর ভরসা করছে না, সবাই নিজের ওপর ভরসা করছে। একজন গেলে আরেকজন হাল ধরছে। এই ব্যাপারটা যত দিন থাকবে আমার মনে হয়, দলকে জয় এনে দেওয়া কঠিন হবে না।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা