অনলাইন ডেস্ক
ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। শিরোপা পুনরুদ্ধারের মিশন জয় দিয়ে শুরু করেছে কোচ মাওরিসিও পচেত্তিনোর দল।
শনিবার রাতে ফরাসি লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নবাগত ট্রোয়ারকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। মাঠের লড়াইয়ে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
ম্যাচের ৯ মিনিটের মাথায় স্বাগতিক ট্রোয়ারকে লিড এনে দিয়ে চমকে দেন কুয়ালিদ এল হাজাম। দশ মিনিট বাদেই সমতা আনে পিএসজি।
১৯তম মিনিটে আশরাফ হাকিমি সমতাসূচক গোল এনে দেন অতিথিদের। তিন মিনিট না যেতেই পিএসজি’কে জয়সূচক গোল উপহার দেন আর্জেন্টাইন প্লেকার মাউরো ইকার্দি।
আরোও পড়তে পারেন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমানে সমান বাংলাদেশ-নিউজিল্যান্ড