অনলাইন ডেস্ক
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-২০ খেললেও কোনো জয় ছিল না টাইগারদের। অতপর প্রথম ম্যাচে জয়ের উদ্দেশ্যেই খেলতে নামে রাসেল ডমিঙ্গো শিষ্যরা। কিন্তু টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে মাত্র ১৩১ রানেই থেমেছে টাইগারদের ইনিংস।
কিন্তু এই অল্প রানই তুলতে পারেনি অজিরা। নাসুম-সাকিবদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে অজি ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৮ রানেই থামে তাদের ইনিংস।
অজিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বাটিংয়ে বাড়তি মনোযোগ থাকবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।
এদিকে জয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের ক্ষতটা এখনও তরতাজা। তার ওপর ‘মরার ওপর খারার ঘা’ হয়ে দাঁড়ালো বাংলাদেশের কাছে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের শুরুতেই হারের লজ্জা।
তাই জয়ে ছাড়া কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া। মাঠে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই। সিরিজের পরের তিন ম্যাচ যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, জস ফিলিপ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা