সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত জোকার ইতিমধ্যে আয় করেছে ৪৫০ মিলিয়ন ডলার। অথচ মুভিটি শুরুর সময় সবাই আশংকা করেছিল এটি কোন ভাল আয় করতে পারবে না।
মুভির গল্পে দেখা যায়, গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্পে নির্মিত হয়েছে ‘জোকার’। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। এ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর। টোড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমায় অভিনয় করেছেন জোয়াকুইন ফনিক্স। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ছবিটির আয় ৭৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।
কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। রোটেন টম্যাটো ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে।
এদিকে, মুভিটি মুক্তি পাবার পর মার্কিন পুলিশ শহরে সহিংসতা বাড়বে বলে আতঙ্কে আছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা