অনলাইন ডেস্ক
এর মধ্যে খাদ্য বিভাগের জন্য সাত জেলার ডিসি ২১টি প্রস্তাব উপস্থাপন করবেন। আর কৃষি সম্পর্কিত বিষয়ে ১৭টি জেলার ডিসি ৫৯টি প্রস্তাব উপস্থাপন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস স্থাপনের প্রস্তাব করেছেন ঢাকা জেলা প্রশাসক। তিনি তার প্রস্তাবের পক্ষে বলেছেন, পর্যাপ্ত জনবলের অভাবে উপজেলা পর্যায়ে নিয়মিত মনিটরিং, জনসচেতনতামূলক কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস না থাকায় অনিরাপদ, ভেজাল ও দূষিত খাদ্য চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।
ঠাকুরগাঁও জেলায় সাইলো নির্মাণের প্রস্তাব করেছেন সেখানকার জেলা প্রশাসক। আর নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় জরিমানার সীমা সংশোধনের প্রস্তাব দিয়েছেন জয়পুরহাটের জেলা প্রশাসক।
দেশের সব জেলায় মৃত্তিকা গবেষণাগার ইউনিট চালুকরণের উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছে দিনাজপুরের জেলা প্রশাসক। এছাড়াও কৃষি পুনর্বাসনে সয়াবিন ফসল অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। সেই সাথে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফলমূল ও শাকসবজিতে যথেচ্ছাভাবে প্রিজারভেটিভ ও কীটনাশকের ব্যবহার সীমিতকরণের জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক।
২০২৩ সালে এই সম্মেলন তিন দিন হলেও এবার ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে পরামর্শ দিবেন।
এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা