অনলাইন ডেস্ক
নগর বাউল ব্যান্ডের এই তারকা গায়কের জন্য এবার তারই গানের নামে একটি গিটার প্রস্তুত করেছেন বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বেশি জোশ কাস্টমস”।
গানের নামে ও আদলে তৈরি গিটারে লেখা আছে জেমসের নামও। উদ্দেশ্য “গুরু” জেমসকে উপহার দেওয়া।
জানা গেছে, জেমসকে উপহার দেওয়ার জন্য বিশেষ এই গিটার নির্মাণ করেছেন।
সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে উপহারস্বরুপ গিটারটি তুলে দেন “বেশি জোশ কাস্টমস” বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস এবং “আরবোভাইরাস” ব্যান্ডের ড্রামার নাফিজ আল আমিন।
নাফিজ জানান, গিটার তৈরির মূল উদ্যোক্তা সংগীতপ্রেমী আইনজীবী চিশতী ইকবাল। পরবর্তীতে আমাদের সাথে যোগ দেন আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট রঞ্জন।
নাফিজ আরও জানান, গিটারটি দেখার পর তাতে লেখা নাম নয়, বরং বাংলাদেশের কাঠ দিয়ে বাংলাদেশেই তৈরি জেনে জেমস ভাই বেশি খুশি হয়েছেন।
নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, একজন সংগীতশিল্পীর কাছে এরথেকে সম্মানের আর কী হতে পারে? এখন শুধু গিটার হাতে জেমসের মঞ্চে ওঠার পালা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা