বিষাণ সিং বেদি মার্শনীল গাভাসকারকে বলেছিলেন, ‘কেমন আছো, ফার্স্ট লেডি?’ সুনীল গাভাসকার তখন ভারতের অধিনায়ক। তাঁর স্ত্রীকে সম্বোধন করার সময় ‘ফার্স্ট লেডি’ শব্দ দুটো ব্যবহার করছিলেন বেদি।
ভারতীয় ক্রিকেটে পরপর ‘ফার্স্ট লেডি’ এসেছেন। মার্শনীলের পর রোমি দেব। পরে বিদ্যা শ্রীকান্ত, নৌরিন উদ্দিন, মানালি বেঙ্গসরকার, অঞ্জলি তেন্ডুলকার, ডোনা গাঙ্গুলিরা।
সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার পর অনেকে তাঁকে ডাকতেন ‘ক্যাপ্টেন’ বলে। ডোনাকে ‘ফার্স্ট লেডি’। এখনও অনেকে সেভাবেই সম্বোধন করেন দু’জনকে। এখন সৌরভ ভারতীয় ক্রিকেটের মসনদে। তা হলে কি ডোনা আবার ‘ফার্স্ট লেডি’?
স্বয়ং ডোনা বলছেন, ‘সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হয়েছে ঠিকই। কিন্তু আমি ফার্স্ট লেডি নই। ওটা এখন অনুষ্কাকে মানায়।’
পাশাপাশি বললেন, ‘শহর ছাড়ার আগে বলে গিয়েছিল, প্রেসিডেন্ট হতেও পারে। রাত সাড়ে ১১টা নাগাদ ফোন করে জানায় প্রেসিডেন্ট হওয়ার কথা।’
সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় কী মনে হচ্ছে? ডোনার জবাব, ‘সিএবি প্রেসিডেন্ট হয়ে ব্যস্ততা বেড়ে গিয়েছিল। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ব্যস্ত থাকত সিএবি–তে। অনেক সময় রাত ১১টাও হয়ে গেছে। আমরা কখনও অভিযোগ করিনি।
জানতাম, ও ক্রিকেটের নেশায় বুঁদ হয়ে থাকে। ক্রিকেটজীবনের শুরুতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকত। ক্যাপ্টেন হওয়ার পর গোটা টিম নিয়ে। সিএবি–তে আসার পর সব ক্লাব নিয়ে। আর এখন তো গোটা ভারতবর্ষের ক্রিকেট ওর কাঁধে। পরিশ্রমেই আনন্দ পায়।
আমরা জানি, বাড়ির বাইরে যে সময় দিচ্ছে, তাতে হাসি ফুটছে বহু মানুষের। লাভবান হচ্ছে ক্রিকেট। ক্রিকেটার স্বামীকে বিয়ে করেছিলাম। কোনও আক্ষেপ নেই। বরং ওর জন্য আমি গর্বিত। সৌরভের জন্য গোটা পরিবার গর্বিত।’
কথোপকথনের মধ্যেই কন্যা সানা এসে জানতে চাইল, ‘বাবার ফোন বন্ধ কেন?’ ডোনা বললেন, ‘নিশ্চয়ই ঘুমোচ্ছে।
যখন ও ক্যাপ্টেন হয়েছিল, তখন মুম্বইয়ে ওর হোটেলেই ছিলাম। সন্ধেবেলা খবর এল, আজহারউদ্দিনের জায়গায় সৌরভ ক্যাপ্টেন হচ্ছে। তখনও দেখেছিলাম ব্যস্ততা।’
কেন সৌরভ সবেতেই সফল? হাসতে হাসতে ডোনা বললেন, ‘জেদ এবং নিষ্ঠা। যেটা করবে বলে ঠিক করে, সেটার পেছনে লেগে পড়ে ১০০ শতাংশ আন্তরিকতা মিশিয়ে। মনে হয়, বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও ছাপ রাখতে পারবে। জানি না, আর কোনও নতুন পরিকল্পনা আছে কিনা। প্রতিদিনই তো সারপ্রাইজ দিয়ে যাচ্ছে!
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা