শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুল্লাহ আল মারুফ (৩০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত মারুফ স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওসমানগঞ্জ ইউনিয়নের মো. বশির মাস্টারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মারুফ জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছলেন। গোসলের পর ঘরের পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের রশিতে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবসত ভেজা কাপড় লেগে বিদ্যুৎয়ায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। মারুফকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, নিহত স্কুলশিক্ষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা