অনলাইন ডেস্ক
কয়েক ঘণ্টার নাটকের পর অবশেষে জানা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরছেন তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। জুভেন্তাস থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে টেনেছে তারা। ইতালিতে তিন বছর কাটিয়ে আবারও ইংল্যান্ডে ফিরছেন রোনালদো।
২০১৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন তিনি। জিতেছেন ইতালিয়ান সিরি আর শিরোপাও। এই ক্লাব ছেড়ে আসলেও সবসময় নিজের হৃদয়ে থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন রোনালদো।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘আমি অসাধারণ এক ক্লাব থেকে বিদায় নিয়েছি। ইতালির সেরা নি:সন্দেহে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। আমি আমার হৃদয় ও আত্মা জুভেন্টাসকে দিয়েছি। তুরিন শহরটি সব সময় আমার কাছে প্রিয়। ‘টিফোসি বিয়ানকোরেরি’ (জুভেন্টাস সমর্থক) সবসময় আমাকে সম্মান দিয়েছে। প্রতিটি মৌসুমে প্রতিটি প্রতিযোগিতায় আমিও চেষ্টা করেছি এর মর্যাদা দিতে।
রোনালদো বলেন, ‘শেষ পর্যন্ত পেছনে ফিরে তাকিয়ে বলতে পারি, আমরা দুর্দান্ত কিছু অর্জন করেছি। যদিও যা চেয়েছিলাম সব হয়নি, তবুও আমরা একসঙ্গে সুন্দর একটি গল্প লিখেছি’।
‘আমি সবসময় তোমাদের একজন থাকব। তোমরা আমার ইতিহাসের অংশ— ঠিক যেমন আমি অনুভব করি, আমিও তোমাদের ইতিহাসের অংশ। ইতালি, জুভেন্টাস, তুরিন, ভক্তরা তোমরা সবসময় আমার হৃদয়ে থাকবে’—বার্তায় আবেগ ঢেলে বলেন রোনালদো।