অনলাইন ডেস্ক
মঙ্গলবার দুপুরে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে জেলা যুবলীগের আয়োজনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ পথসভার আয়োজন করা হয়। এ সময় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে বলে ওই যুবলীগ নেতা তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ কেড়ে নিতে তারা গ্রেনেড হামলা চালায়। সেই গোষ্ঠী ২০০৫ সালে ১৭ আগস্ট সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা করে। এতে প্রমাণিত হয় বিএনপি জামাত চেয়েছিল বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র,তালেবানি রাষ্ট্র হউক।’
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মামুনুর রশিদ, মোয়েজ্জেম হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান প্রমুখ। পরে যুবলীগ সাধারণ সম্পাদক দুপুর সোয়া ২টার দিকে সিলেটের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা